মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
No menu items!
Call for ad
Homeঅন্যান্যরানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ১৯ সেপ্টেম্বর

রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ১৯ সেপ্টেম্বর

লন্ডনের ওয়েস্টমিন্সটার অ্যাবেতে আগামী ১৯ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস।অন্ত্যেষ্টিক্রিয়ার আগে শেষ শ্রদ্ধা জানাতে রানির মৃতদেহ বাকিংহাম প্রাসাদ থেকে ওয়েস্টমিন্সটার হলে নেয়া হবে। সেখানে রানির কফিন একটি উঁচু প্ল্যাটফর্মে চারদিন বিশ্রামে রাখা হবে।ওয়েস্টমিনস্টার অ্যাবের প্রাচীনতম অংশ ওয়েস্টমিনস্টার হল। হলের মাঝখানে উঁচু প্লাটফর্মের অবস্থান। সে সময়ে সার্বভৌম দেহরক্ষী, পদাতিক রক্ষী ও অশ্বারোহী সেনা ইউনিট চব্বিশ ঘণ্টা সেখানে পাহারা দেবে।

এর আগে রাজপরিবারের সদস্যদের মধ্যে সর্বশেষ ২০০২ সালে রানির মায়ের মৃতদেহ সেখানে রাখা হয়েছিল। দুই লাখের বেশি মানুষ তার কফিনে শ্রদ্ধা জানিয়েছিলেন।

১১ শতকের প্রাচীন সেই হলে পিতলের ফলকগুলো দেখাচ্ছে, সেখানে ১৯১০ সালে সপ্তম এডওয়ার্ড, ১৯৩৬ সালে পঞ্চম জর্জ, ১৯৫২ সালে ষষ্ঠ জর্জ এবং তার এক বছর পরে কুইন মেরিকে রাখা হয়েছিল।
রানির বিদায়যাত্রা যেমন হবে

১ হাজার বছরেরও বেশি পুরনো এই হলে ব্রিটেনের দ্বিতীয় বিশ্ব যুদ্ধকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকেও ১৯৬৫ সালে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছিল।

অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য রানির কফিন লন্ডনে নেয়ার সময় তার মেয়ে প্রিন্সেস অ্যান তার সঙ্গী হবেন।গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান ‍রানি দ্বিতীয় এলিজাবেথ। পরদিন শুক্রবার থেকে সাত দিনের রাজকীয় শোক ঘোষণা করেন রাজা তৃতীয় চার্লস।রানির অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষ্যে ১৯ সেপ্টেম্বরও ‘ব্যাংক হলিডে’ ঘোষণা করা হয়েছে।রানির মৃত্যুর পর আনুষ্ঠানিকতা কী হবে, জীবদ্দশায় সেই পরিকল্পনা তিনি নিজেই সেরে গেছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। তবে সেসব আনুষ্ঠানিকতার অনেক কিছুই এখনো সামনে আসেনি।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত