গত ২৮শে অক্টোবর বিএনপি’র মহাসমাবেশ ঘিরে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির সরকারি ভাষ্য আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের জরুরি নির্দেশনা পেয়ে এ সংক্রান্ত একাধিক প্রেজেন্টেশন পেপার (অডিও-ভিডিওসহ) প্রস্তুত করছে সেগুনবাগিচা। যা আজ অনুষ্ঠেয় কূটনৈতিক ব্রিফিংয়ে তুলে ধরা হবে।সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র রাতে এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে, সোমবার বিকালে ঢাকাস্থ প্রায় অর্ধশত বিদেশি কূটনৈতিক মিশনের প্রধান (রাষ্ট্রদূত, হাই কমিশনার বা চার্জ দ্য অ্যাফেয়ার্স), জাতিসংঘের অধীন ৭টি সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের তিন জন প্রতিনিধিকে বাংলাদেশ পরিস্থিতি বিষয়ক গুরুত্বপূর্ণ ওই ব্রিফিংয়ে উপস্থিত হতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
মান্যবরদের উদ্দেশ্যে লেখা কমন আমন্ত্রণপত্রটি সরকারের সঙ্গে যোগাযোগ ব্যবহৃত ইমেইল অ্যাড্রেসে পাঠানো হয়েছে। ‘গুড ইভিনিং’ দিয়ে শুরু হওয়া ওই আমন্ত্রণপত্রটি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধানের (চীফ অফ প্রটোকল) নাঈম উদ্দিন আহমেদের দপ্তর থেকে। তাতে দূতদের জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আমন্ত্রিতদের ব্রিফ করবেন। ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদের একাধিক সিনিয়র সদস্য এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। দাওয়াতপত্রে আমন্ত্রিতদের ‘আন্তরিক উপস্থিতি’ কামনা করা ছাড়াও ফিরতি মেইল বা টেক্সট পাঠিয়ে ব্রিফিংয়ে থাকছেন কি-না তা জানাতে অনুরোধ করা হয়েছে।দাওয়াত কার্ড তৈরি থেকে শুরু করে ব্রিফিংয়ের সার্বিক প্রস্তুতির সঙ্গে যুক্ত সরকারের একাধিক কর্মকর্তা রাতে বলেন, আজকের ব্রিফিংয়ে কোন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী ২৮শে অক্টোবর বিকেল থেকে বিএনপি’র বিরুদ্ধে অ্যাকশনে গেছে তা বিস্তারিত তুলে ধরা হবে। বিএনপি মহাসচিবসহ অন্যদের গ্রেফতার নিয়ে বিদেশিদের সমুদয় জিজ্ঞাসার জবাব দেয়া হবে। মহাসমাবেশকে টার্গেট বিএনপি ঢাকাজুড়ে যে ‘তাণ্ডব’ চালিয়েছে সেটি সচিত্র নোট আকারে শেয়ার করার প্রস্তুতি রয়েছে।এক কর্মকর্তা বলেন, একদিকে নির্বাচনকালীন ‘নিরপেক্ষ’ সরকারের দাবিতে বিএনপিসহ বিরোধীরা মরিয়া হয়ে মাঠে, অন্যদিকে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।