বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর কন্যাসন্তানের মা হয়েছেন। গত শনিবার তাঁর কন্যার জন্ম হয়েছে বলে এক ইনস্টাগ্রাম পোস্টে জানান স্বরা।আজ সোমবার মেয়ে ও মেয়ের বাবা ফাহাদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে এই সুখবর দিয়েছেন তিনি।মেয়ের নাম রেখেছেন রাবিয়া।নীনা গুপ্তা, গৌরী খানসহ আরও অনেকে স্বরা ও ফাহাদকে শুভেচ্ছা জানিয়েছেন।এই বছরের জানুয়ারিতে ভারতের তরুণ রাজনৈতিক ফাহাদ আহমেদকে ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’ মেনে বিয়ে করেন স্বরা ভাস্কর। মার্চে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। তাঁদের বিয়ে নিয়ে তুমুল আলোচনা হয়েছিল। এর আগে জুনে ‘বেবি বাম্পের’ ছবি প্রকাশ করেন স্বরা ভাস্কর।স্বরা ভাস্কর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাহান চার ইয়ার’। কমল পান্ডে পরিচালিত এ সিনেমা মুক্তি পায় গত বছরের ১৬ সেপ্টেম্বর।
মা হলেন স্বরা ভাস্কর
0
33
Previous article
Next article
এইরকম আরও