সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
No menu items!
Call for ad
Homeখেলাধূলাভারতের এশিয়া কাপ জয়ে শীর্ষস্থানে পাকিস্তান

ভারতের এশিয়া কাপ জয়ে শীর্ষস্থানে পাকিস্তান

পাঁচ ম্যাচ সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে নেয়ায় সফরকারী অস্ট্রেলিয়ার জন্য সুযোগ ছিল সিরিজ নিজেদের করে নেয়ার। তবে ঘরের মাঠে পিছিয়ে পড়লেও অবিশ্বাস্য কামব্যাকের গল্প লিখে সিরিজ নিজেদের করে নিয়েছে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার। ২-২ সমতায় থাকা সিরিজ ১২২ রানে জিতে নিয়েছে প্রোটিয়ারা। অজিদের এই পরাজয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও এসেছে বড় পরিবর্তন।এশিয়া কাপ শুরুর আগে ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছিল পাকিস্তান। কিন্তু টুর্নামেন্টের সুপার ফোর শ্রীলঙ্কার সাথে পরাজিত হয় বাবর-রিজওয়ানরা। সেই পরাজয়ে দুই ধাপ পিছিয়ে ৩ নম্বরে নেমেছিল দলটি। আর অস্ট্রেলিয়া উঠেছিল শীর্ষে। ভারত অবস্থান করছিল ২ নম্বরে।কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ নির্ধারণের ম্যাচে অস্ট্রেলিয়ার পরাজয়ে আবারও পরিবর্তন এসেছে র‍্যাঙ্কিংয়ে। পাকিস্তান নিজেদের শীর্ষস্থান ফিরে পেয়েছে। অস্ট্রেলিয়া নেমে গেছে ৩ নম্বরে। অপরদিকে এশিয়া কাপ জয়ের পরেও ভারত দুইয়ে রয়ে গেছে। যদিও পাকিস্তান ও ভারত সমান ১১৫ রেটিং পয়েন্ট রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার রেটিং ১১৩।এই তিন দলের মধ্যে অস্ট্রেলিয়া ও ভারত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। সিরিজ শেষে র‍্যাঙ্কিং আরও পরিবর্তন দেখা যেতে পারে।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত