বিদেশী শিক্ষার্থীদের জন্যে ডিপেনডেন্টস ভিসার নতুন নীতি চালু হওয়ার পর চলতি বছরের প্রথম তিন মাসে উচ্চ শিক্ষার জন্যে ব্রিটেনে আসতে আগ্রহী বিদেশী শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রায় ৪৪ শতাংশ কমেছে। জানুয়ারী থেকে আন্ডারগ্রাজুয়েট এবং মাস্টার্সে পড়তে আসা বিদেশী শিক্ষার্থীরা তাদের পরিবার আনতে পারবেন না বলে হোম অফিসের নতুন আইন কার্যকর হয়েছে। এরফলে জানুয়ারী, ফেব্রুয়ারী এবং মার্চের ভেতরে এই খাতে ৪০ হাজার ৭শ ভিসার আবেদন পড়েছে। ২০২৩ সালের প্রথম তিন মাসে এ ভিসার আবেদনের সংখ্যা ছিল ৭২ হাজার ৮শ। এর মধ্যে ৩৯ হাজার ৯শ আবেদনকারী ছিলেন শিক্ষার্থী অর্থাৎ মূল আবেদনকারী এবং ৩২ হাজার ৯শ ছিলেন ডিপেনডেন্ট আবেদনকারী। আর চলতি বছরের প্রথম তিন মাসে ৪০ হাজার ৭শ স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের মধ্যে ৩৪ হাজার হলেন মূল আবেদনকারী। যা ২০২৩ সালের প্রথম তিন মাসের আবেদনের চেয়ে ১৫ শতাংশ কম। অন্যদিকে ডিপেনডেন্টস আদেনকারীর সংখ্যা হল মাত্র ৬ হাজার ৭শ। যা ২০২৩ সালের প্রথম তিন মাসের আবেদনের চেয়ে ৮০ শতাংশ কম।
ব্রিটেনে কমেছে বিদেশী শিক্ষার্থী এবং ডিপেনডেন্ট ভিসার আবেদন
0
103
Next article
এইরকম আরও