হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ছোট বোনের বিয়ের আগের দিন রাতে মোটর সাইকেল দূর্ঘটনায় নাঈম মিয়া (২২) নামে বড় ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাত ১০ টায় উপজেলার ফরিদপুর এলাকার দেউন্দি সড়কের ব্রীজের পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত নাঈম মিয়া উপজেলার নিশাপট গ্রামের হান্নান মিয়ার ছেলে। এদিকে, তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের বিয়ের আনন্দের পরিবর্তে বইছে কান্নার রুল। স্বজনদের বেদনার আর্তনাদ ও আহজারীতে আকাশ যেন ভারী হয়ে উঠছে। সোমবার ছোট পরিসরে তার ছোট বোনের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। অপরদিকে, একই সময় নাইমের দাফনও সম্পন্ন হয়। স্থানীয় সূত্র জানায়, সোমবার উপজেলার নিশাপট গ্রামে মেয়ের বিয়েকে কেন্দ্র করে হান্নান মিয়ার পরিবারে চলছিল ধুমধাম আয়োজন। বিয়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আত্মীয়-স্বজনের উপস্থিতিতে সরগরম পুরো বাড়ি। শুধু বিয়ের সানাই বেজে উঠার অপেক্ষায় সবাই। ঠিক তখনই বেসে উঠে বেদনার চিন্ন। বিয়ের আগের রাতে অর্থ্যাৎ রোববার রাতে মোটর সাইকেল দূর্ঘটনায় মারা যান হান্নান মিয়ার ছেলে নাঈম মিয়া। নিজেদের বাড়িতে বেড়াতে আসা মামা জসিম মিয়াকে শৈলজুড়া গ্রামে পৌছে দিতে মোটর সাইকেলে রওয়ানা দেন নাঈম। পথিমধ্যে ফরিদপুর গ্রামস্থ দেউন্দি সড়কের ব্রীজের কাছে যাওয়া মাত্রই সামন দিকে আসা একটি বাইকেলের সাথে তাদের বহনকৃত মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নাঈমের মৃত্যু হয়।নিহত নাঈমের পিতা হান্নান মিয়া জানান, সোমবার উপজেলার নিশাপট গ্রামে মেয়ের বিয়েকে কেন্দ্র করে হান্নান মিয়ার পরিবারে চলছিল বিয়ের আয়োজন। বিয়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আত্মীয়-স্বজনের উপস্থিতিতে সরগরম পুরো বাড়ি। শুধু বিয়ের সানাই বেজে উঠার অপেক্ষায় সবাই। ঠিক তখনই দেখা দেয় হরিষে বিষাদ । বিয়ের আগের রাতে অর্থ্যাৎ রবিবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান হান্নান মিয়ার ছেলে নাঈম মিয়া।
নিহত নাঈমের মামা মোঃ শামীম আহমেদ বলেন- ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। বোনের বিয়ের আগের রাতে ভাইয়ের মৃত্যু পাড়া প্রতিবেশীসহ কেউই মেনে নিতে পারছে না। সোমবার ছোট পরিসরে নাঈমের বোনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। একই সময় বাদ জোহর নাঈমের দাফন সম্পন্ন হয়। তিনি বলেন- বিয়ে বাড়িতে যেখানে আনন্দ উল্লাস থাকার কথা সেখানে এখন কান্নার রোল বয়ে যাচ্ছে।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা বলেন, খবরটি খুবই দুঃখজনক, প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে সাধ্যমতো আর্থিক সহযোগিতা করা হবে।