লন্ডন : বাংলাদেশসহ দক্ষিন এশিয়ায় বন্যা ক্ষতিগ্রস্তদের পুনর্বসান এবং পরিবেশ রক্ষায় ব্যাপক আকারে বৃক্ষরোপন কর্মসূচী পালনের লক্ষ্যে ফান্ড রেইজিংয়ের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যস্থ ব্রিটিশ বাংলাদেশী একাউন্টেন্টসদের সংগঠন দ্যা একাউন্টেন্টস ক্লাব লিমিটেড। আগামী ২৭শে সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় হ্যারোর হেডস্টোন লেইনের ব্লু রোম স্পোর্টস ভেন্যুতে চ্যারিটি ডিনারের মাধ্যমে এই ফান্ড রেইজ করা হবে। রোটারি ইন্টারন্যাশনালের মাধ্যমে চ্যারিটি ডিনার থেকে উত্তোলিত অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বৃক্ষরোপনে ব্যয় করা হবে। চ্যারিটি ডিনারে স্পন্সর হিসেবে সহযোগিতা করছে যুক্তরাজ্যের অন্যতম শীর্ষ ইনসলভেন্সি প্র্যাক্টিশনার হাডসন ওয়্যার।
সোমবার, ২৩ শে সেপ্টেম্বর লণ্ডন বাংলা প্রেস ক্লাবে দ্যা একাউন্টেন্টস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২২ সালে প্রতিষ্ঠিত একাউন্টেন্টস ক্লাবের সব সদস্য এবং কমিউনিটির দানশীল ব্যক্তিবর্গ চ্যারিটি ডিনারে উপস্থিত থাকবেন। উপস্থিত ফান্ড রেইজিং, বক্তৃতা, র্যাফল ড্র এবং অ্যাকশন থেকে ২০ থেকে ৩০ হাজার পাউন্ড উত্তোলনের আশা করছেন দ্যা একাউন্টেন্টস ক্লাবের নেতৃবৃন্দ। ২৭ শে সেপ্টেম্বরের চ্যারিটি ইভেন্টে অংশ নিতে ইচ্ছুকদের info@theaccountants.club এ যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাসিন হাওলাদার। লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সেক্রেটারী মোহাম্মদ এনামুল হক খান। সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন সংগঠনের সদস্য শেখ আবু সাজ্জাদ।