বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
No menu items!
Call for ad
Homeসিলেটবড়লেখায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা শরীফুল হক সাজুর মতবিনিময়

বড়লেখায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা শরীফুল হক সাজুর মতবিনিময়

এ.জে লাভলু, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত আটটায় বড়লেখা পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

মতবিনিময় সভায় শরীফুল হক সাজু বলেন, গত ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। ঠিক তখন মনের মধ্যে একটা আনন্দ কাজ করেছে, যে দীর্ঘদিন পর দেশে ফিরতে পারব। কারণ আমার ওপর মিথ্যা মামলা হয়েছে। যাতে আমি দেশে এসে দলের জন্য, মানুষের জন্য কাজ করতে না পারি, সেজন্য এই মামলা দেওয়া হয়েছে। 

প্রবল ইচ্ছা থাকা স্বত্বেও দেশে আসতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, আমার অনেক আত্মীয়-স্বজন ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীসহ দলের অনেক নেতাকর্মী মারা গেছেন, তাদের জানাজায় অংশগ্রহণের সৌভাগ্যটুকু আমার হয়নি। তবে প্রবাসে থাকলেও দুর্দিনে দলের নেতাকর্মীদের জন্য, দুর্যোগে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দীর্ঘদিন পর আজ দেশে ফিরেছি। কখনও ভাবিনি বাংলাদেশে আসতে পারব। আপনাদের সাথে খোলা মনে কথা বলতে পারব। আপনারও অনেক কিছু লিখতে পারেননি। অনেক বাধা ছিল। আপনাদের সেই বাধা এখন নাই। আপনারা এখন সত্য তুলে ধরবেন। 

বিএনপির এই নেতা বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। ব্যক্তিগত স্বার্থের জন্য কোনোদিন রাজনীতি করিনি। এলাকার উন্নয়নের জন্য, মানুষের পাশে থাকার জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য রাজনীতি করি। আমরা উপজেলা বিএনপির নেতৃবন্দদের নিয়ে দলকে আরও গোছাতে চাই। তাই আগামী দিনে বড়লেখাকে আরও এগিয়ে নিতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

তিনি তারেক রহমানের বার্তা সবার কাছে পৌঁছে দিতে এসেছেন উল্লেখ করে বলেন, আমার নেতা তারেক রহমান বলেছেন, আমাদের প্রথম ধাপ যুদ্ধে দলের যেসকল নেতাকর্মী জেল খেটেছেন, হতাহত হয়েছেন, তাদের খোঁজখবর নিতে। আমি দেশে এসেই যারা মারা গেছেন, তাদের কবর জিয়ারত করেছি। যারা অসুস্থ, তাদের বাড়িতে গিয়েছি। তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছি।  

এসময় সাংবাদিকরা শরীফুল হক সাজুর বিভিন্ন মানবিক কাজের প্রশংসা করে তা অব্যাহত রাখার পরামর্শ দেন। পাশাপাশি তাকে বিভিন্ন প্রশ্ন করেন এবং সাজু সেসব প্রশ্নের উত্তরও দেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি দল থেকে মনোনয়ন পেয়ে প্রার্থী হলে তাকে সহযোগিতা করবেন বলেও তারা আশ্বাস প্রদান করেন। 

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুছ স্বপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুর রহমান ও পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম প্রমুখ। 

সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব,  সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান, লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, কাজী রমিজ উদ্দিন, সাংবাদিক হাসান শামীম, জালাল আহমদ, সুলতান আহমদ খলিল, তপন কুমার দাস, এ.জে লাভলু, মস্তফা উদ্দিন, হানিফ পারভেজ, তাহমীদ ইশাদ রিপন, সিরাজুল ইসলাম রিপন, আশফাক আহমদ ও ফয়ছল মাহমুদ। 

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত