সিলেটের বিশ্বনাথে বজ্রপাতে রেদওয়ান আহমদ (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রেদওয়ান আহমদ সাড়ইল গ্রামের ওলিউর রহমানের ছেলে। সে সিলেট এমসি কলেজের বিএসএস ১ম বর্ষের ছাত্র। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছোটভাই সুফিয়ান আহমদ (১৬) নামে আরোও একজন।
মারা যাওয়া রেদওয়ানের ছোট ভাই সুফিয়ান আহমদ (১৬) জানান, গ্রামের পার্শ্ববর্তী হাওরে মাছ ধরার উদ্দেশ্য আমরা পুকুর সেচ করছিলাম। ঘটনার সময় বিকট শব্দ হলে আমর ভাই ও আমি পুকুর পাড়ে লুটিয়ে পড়ি। আমাদের অন্য সহযোগীরা ঝাঁপ দেন পানিতে। জ্ঞান ফিরলে উঠে দেখি, ঝলসে গেছে ভাইয়ের মুখের একপাশ। পরে আমাদের প্রতিবেশী ও স্বজনদের সহায়তায় তাকে হাসপতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. রুবেল মিয়া জানান, গ্রামের পার্শ্ববর্তী হাওরে মাছ ধরার উদ্দেশ্যে পুকুর সেচ করছিলেন কিছু যুবক। এ সময় বজ্রপাতে দুই জন আহত হন। পরে তাদের হাসপতালে নিওয়া হলে ডাক্তার রেদওয়ান আহমদ (১৯) মৃত ঘোষণা করেন।