সিলেটের নদনদীর পানি দিনদিন কমছে। এতে বন্যার হালচিত্র ভেসে উঠছে চারদিকে।
সিলেট পানি উন্নয়নবোর্ডের আজ বুধবার সকাল ছয়টার তথ্যানুযায়ী, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অপরদিকে কুশিয়ারা নদীর অমলসিদ পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে৷
গতকালকের তুলনায় প্রত্যকটি পয়েন্টে পানি ৩ থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত পানি কমেছে৷
অন্যদিকে সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, “মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।”
এদিকে, বন্যার ক্ষয়ক্ষতির চিত্রও ভেসেও উঠছে বন্যা কবলিত এলাকাগুলোতে। পানি কমে যাওয়াতে প্রতিদিনই আশ্রকেন্দ্র ছাড়ছে মানুষ।
সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর পানি কমে আসায় বের হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। এর মধ্যেই রাস্তাঘাট, মৎস্য ও কৃষিতে ৭৭৯ কোটি ৬ লাখ ৬৬ হাজার টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার সিলেট জেলা প্রশাসনের তথ্যমতে, জেলায় পানিবন্দি রয়েছেন সাত লাখ ৮৯ হাজার ১৩১ জন। জেলার ৭৩৪ আশ্রয়কেন্দ্রের মধ্যে ২৫৮ কেন্দ্রে আছেন ১২ হাজার ৯০৫ জন।
এর আগে সোমবার সিলেট জেলায় পানিবন্দি ছিলেন আট লাখ ৩৩ হাজার ৬৫ জন; রোববার পর্যন্ত ছিলেন আট লাখ ৫২ হাজার ৩৫৭ মানুষ।
এ ছাড়া সোমবার জেলার ২৭৯টি আশ্রয়কেন্দ্রে ছিলেন ১৩ হাজার ১৫৪ জন। রোববার ৩১০ আশ্রয়কেন্দ্রে ছিলেন ১৯ হাজার ৭৩৮ জন। এর আগে শনিবার ছিলেন ২২ হাজার ৬২৩ জন; শুক্রবার ২৫ হাজার ২৭৫ জন ছিলেন।
গণমাধমে প্রকাশিত সিলেট সিটি করপোরেশনের তথ্যানুযায়ী, নগরের ২৫০ কিলোমিটার রাস্তায় পানি উঠাতে আনুমানিক ৩০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সিলেট কৃষি সম্প্রসারণ তথ্যানুযায়ী, জেলার ১৩ উপজেলায় আউশ বীজতলা, সবজি ও বোনা আমন ধানের ১৫ হাজার ৫০৬ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার ৯৮ হাজার ৬৫৩ কৃষক। এতে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে ২৭৫ কোটি ২১ লাখ টাকায়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিলেট জেলার তথ্যানুযায়ী, বন্যায় সিলেটের ১৩টি উপজেলার ১৬০ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। যার আর্থিক পরিমাণ প্রায় ১১৯ কোটি টাকা। সড়ক ও সেতু বিভাগের জানায়, বন্যায় সিলেট জেলার ৪০ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। আর্থিক হিসেবে প্রায় ৮৫ কোটি টাকার ক্ষতি।
সিলেট জেলা মৎস্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, বন্যায় সিলেট জেলায় ৪৪ কোটি ৮৫ লাখ ৬৬ হাজার টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। জেলার ২১ হাজার ১১১টি পুকুর-দিঘী-খামারের মাছ বন্যার পানিতে ভেসে গেছে
সবমিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭৭৯ কোটি ৬ লাখ ৬৬ হাজার টাকা। তবে এর পরিমাণ আরও বাড়তে পারে বলে বিভিন্ন দপ্তরেরর কর্মকর্তারা জানিয়েছেন।