শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
No menu items!
Call for ad
Homeসিলেটপ্রচণ্ড গরমে অস্থির হয়ে উঠেছেন সিলিটেবাসী

প্রচণ্ড গরমে অস্থির হয়ে উঠেছেন সিলিটেবাসী

প্রচণ্ড গরমে একপ্রকার অস্থির হয়ে উঠেছেন সিলিটেবাসী। বৃষ্টির প্রতীক্ষায় দিন কাটছে মানুষের। দেশের কোথাও কোথাও দু’এক পশলা বৃষ্টিপাত হলেও সিলেটে গত কয়েকদিন বৃষ্টি হয়নি।
 

অবশেষে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে সিলেটে দেখা মিলেছে বৃষ্টির। এতে নগরজীবনে খানিকটা স্বস্তি ফিরলেও গরম যেন পিছু ছাড়ছে না মানুষের। আবহাওয়া অফিসের তথ্যমতে সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন সিলেটে এমন পরিস্থিতি থাকবে। তবে চলতি মাসের শেষের দিকে তাপমাত্রা কিছুটা সহনীয় হবে। শেষ রাতের দিকে মিলতে পারে ঠান্ডার অনুভূতি।
 

আবহাওয়া অফিস জানিয়েছে সিলেটে সাধারণত এপ্রিল-মে-জুন এই মাস গরম থাকে। তবে অতিথের পর্যবেক্ষনে দেখা গেছে সিলেটে সেপ্টেম্বর এমনকি অক্টোবর পর্যন্ত তীব্র গরম অনুভূত হয়েছে। এটি সিলেটের জন্য নতুন কিছু নয়। সিলেটে আজ বিকাল ৩টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
 

ঢাকা আবহাওয়া অফিসের কর্মরত আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সিলেটে অতিথেও সেপ্টেম্বর এমনকি অক্টোবর পর্যন্ত তীব্র গরম অনুভূত হয়েছে। এটি সিলেটের মানুষের জন্য চিন্তার বিষয় না। তাবে সম্প্রতি বঙ্গোপসাগরে একটি লঘুচাপ ছিল। এটি চট্রগ্রাম পর্যন্ত এসে শেষ হয়েছে। এটি যদি সিলেট পর্যন্ত আসতো তাহলে তাপমাত্রা কিছুটা কম থাকতো।
 

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসাইন বলেন, সিলেট আগামী কয়েকদিন গরম কমার সম্ভাবনা নেই। কয়েক জায়গায় বৃষ্টি হলেও গরম থাকবে। তবে চলতি মাসের শেষের দিকে তাপমাত্রা কিছুটা সহনীয় হবে। শেষ রাতের দিকে মিলতে পারে ঠান্ডার অনুভূতি। অক্টোরের শুরুর দিকে শীত নামতে পারে।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত