সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
No menu items!
Call for ad
Homeখেলাধূলানেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচ দিয়েই বিশ্বকাপের যাত্রা শুরু পাকিস্তানের। ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। তাই পাকিস্তানকে ব্যাটিংয়ে নামতে হয়েছে।শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস করতে নামেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডুয়ার্ডস। টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান ডাচ দলপতি।ডাচদের থেকে সব দিক থেকে এগিয়ে থাকলেও মাঠে নামার আগে সতর্ক বাবর আজমরা।বিরানব্বইয়ে ইমরান খানের হাত ধরে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এরপর কেটে গেছে ৩১ বছর। খুব কাছে গেলেও দ্বিতীয়বার ট্রফি জিততে পারেনি তারা। এবার সেই খরা ঘোচানোর লক্ষ্য নিয়েই খেলা শুরু করছে পাকিস্তান।এদিকে দুর্দান্ত নৈপূণ্যে বাছাই পর্ব পেরিয়ে আসা নেদারল্যান্ডস মূল পর্বেও চমক দেখাতে চায়।

পাকিস্তান দল
ইমাম-উল হক, ফকর জামান, বাবার আজম, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহম্মদ নওয়াজ, হাসান আলী, শাহীন আফ্রিদি ও হারিস রউফ।

নেদারল্যান্ডস দল
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (উইকেটকিপার, অধিনায়ক), সাকিব জুলফিকার, লোগান ফন বিক, রুলফ ফন ডার মারউই, আরিয়ান ডাট, পল ফন মিকেরেন।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত