লন্ডন : বৈষম্যের বিরুদ্ধে লড়তে গিয়ে এবার নিজের কাউন্সিলকেই আদালতের মুখোমুখি দাঁড় করিয়েছেন নিউহ্যাম কাউন্সিলের মেয়র রুখসানা ফাইজ। তার অভিযোগটি বৃহস্পতিবার ইস্ট লন্ডন ট্রাইব্যুনালে শুনানি হয়েছে। ধারণা করা হচ্ছে,কাউন্সিলের বিরুদ্ধে বর্ণবাদ এবং বুলিংয়ের অভিযোগ এনেছেন তিনি। তার অভিযোগটি প্রাথমিক পর্যায়ে ইস্ট লন্ডন ট্রাইব্যুনালে একটি প্রাইভেট কোর্টে শুনানি হয়। তিনি মেয়র হলেও কর্মক্ষেত্রসহ যে কোন জায়গায় বৈষম্যের শিকার হলে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার বা সুযোগ তার রয়েছে। নিউহ্যাম কাউন্সিলের একজন মূখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, কাউন্সিলের বিরুদ্ধে মেয়র অভিযোগ এনেছেন। এ নিয়ে ২৮ নভেম্বর, বৃহস্পতিবার ইস্ট লন্ডন ট্রাইব্যুনালের একটি প্রাইভেট কোর্টে প্রাথমিক শুনানি হয়েছে। বিষয়টি প্রকাশ্য আদালতে আসার আগ পর্যন্ত এ নিয়ে কাউন্সিল আর কোন তথ্য প্রকাশ করতে পারবে না। ইষ্ট লন্ডন ট্রাইব্যুনাল বা কোর্ট এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, নিউহ্যাম লেবার পার্টি শাসিত কাউন্সিল। সরাসরি ভোটে মেয়র চালু হয়েছিল ২০০২ সালে। মেয়র রুখসানা ফাইজ সরাসরি ভোটে নির্বাচিত ইংল্যান্ডের প্রথম মুসলিম নারী মেয়র। ২০১৮ সালে লেবার দলীয় মনোনয়ন নিয়ে তিনি প্রথম মেয়র নির্বাচিত হন। এর আগে ২০০২ সাল থেকে নিউহ্যামের মেয়র ছিলেন স্যার রবিন ওয়েলস। তাকে ইংল্যান্ডে সরাসরি ভোটে প্রথম স্থানীয় মেয়র হিসেবে বিবেচনা করা হয়। ২০১৮ সালের নির্বাচনে লেবারের মনোনয়ন নিশ্চিত করতে ব্যর্থ হন তিনি। রবিন ওয়েলসের জায়গায় রুখসানা ফাইজ স্থলাভিষিক্ত হলেও সাবেক মেয়রের দীর্ঘ দিনের সৃষ্ট বলয়ের ভেতরে তাকে কাজ করতে হচ্ছে।