এশিয়া কাপ মিশন শেষ করে আজই দেশে ফিরল বাংলাদেশ দল।আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে বাংলদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।তবে এই সিরিজে থাকছেন না অধিনায়ক সাকিব আল হাসান।তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন দীর্ঘদিন অফ-ফমে থাকা লিটন দাস।ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ওয়ানডে সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ। সাথে চমক হিসেবে থাকছে দীর্ঘদিন জাতীয় দলের হারিয়ে থাকা সৌম্য সরকার।বিসিবি’র এক সূত্র জানিয়েছে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াই দলে ডাক পান এই ব্যাটার।অপরদিকে ইনজুরির কথা মাথায় রেখে বিশ্রামে রাখা হয়েছে দলের তিন পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদকে। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।আগামী ১৭ তারিখ নিউজিল্যান্ড দল বাংলাদেশে পা রাখবে। আগামী ২১,২৩,২৬ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক),তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।