সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
No menu items!
Call for ad
Homeখেলাধূলানিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে চারটি পরিবর্তন  নেমেছে বাংলাদেশ। লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে শান্ত, মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম ও জাকির হাসানের। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের ১৪৭তম ওয়ানডে খেলোয়াড় হিসেবে অভিষেক হচ্ছে জাকিরের।এখন পর্যন্ত ১০৩টি লিষ্ট ‘এ’ ক্রিকেটে ৩টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরিতে ২৬৬৩ রান করেছেন জাকির। দেশের হয়ে ৩টি টেস্ট ও ১টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। টেস্টে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ২৫৮ রান করেছেন জাকির। একমাত্র টি-টোয়েন্টিতে ১০ রান করেন তিনি।এ দিকে. আগের ম্যাচ থেকে একাদশে দু’টি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। চ্যাড বোয়েস ও কাইল জেমিসনের জায়গায় খেলছেন ডিন ফক্সক্রফট ও এডাম মিলনে। অভিষেক হচ্ছে ফক্সক্রফটের।বৃৃষ্টির কারনে প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিলো। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮৬ রানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। সিরিজ ড্র’তে শেষ করতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ : লুকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র্র, কোল ম্যাককোঞ্চি, ইশ সোধি, এডাম মিলনে ও ট্রেন্ট বোল্ট।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত