সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
No menu items!
Call for ad
Homeবাংলাদেশনয়াপল্টনে হাজারও নেতাকর্মীর ঢল

নয়াপল্টনে হাজারও নেতাকর্মীর ঢল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা যুব সমাবেশ ডেকেছে জাতীয়তাবাদী যুবদল। এতে অংশ নিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছে হাজার হাজার নেতাকর্মী।সোমবার দুপুর ২ টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। সরেজমিনে দেখা গেছে, বেলা ১টায় লোকে লোকারণ্য হয়ে গেছে নয়াপল্টন।যুবদলের ঢাকার বিভিন্ন ইউনিট থেকে এসে নেতাকর্মীরা মিছিল নিয়ে এসেছেন সমাবেশে। তাদের হাতে রয়েছে খালেদা জিয়া, তারেক রহমানের ছবি সংবলিত ফেস্টুন। তারা খালেদা জিয়ার মুক্তির ও বিদেশ নিয়ে চিকিৎসার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় এ সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর রায়সহ জাতীয় নেতৃবৃন্দ।এদিকে সমাবেশ ঘিরে নয়াপল্টনে এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত