হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ধান ক্ষেত থেকে অজিৎ সাওতাল (৪৫) নামে এক চা শ্রমিকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চুনারুঘাট থানা পুলিশ উপজেলার দেউন্দি চা বাগানের ফুলছড়ি টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত অজিৎ সাওতাল দেউন্দি চা বাগানের বাসিন্দা মৃত দূর্জধন সাঁওতালের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে অজিৎ এর মেয়ে অঙ্কিতা সাঁওতাল ঢাকায় গৃহকর্মীর কাজ থেকে ফিরে তাকে কিছু টাকা দেন। অজিৎ টাকা নিয়ে দেউন্দি বাগানের বাজারের উদ্দেশ্যে গিয়ে আর ফিরেননি। পরে রোববার সন্ধ্যায় স্থানীয় লোকজন ফুলছড়ি টিলায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ দেখতে পেয়ে চুনারুঘাট থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) মো. কবির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে অজিৎ সাওতালের মাথা ও দেহ ধান ক্ষেতের পাশাপাশি স্থান থেকে উদ্ধার করে। তার পরিবারের সদস্যরা হত্যা মামলা দায়েরের জন্য থানায় এসেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।