লন্ডন : সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে হয়রানী ও বুলিংয়ের অভিযোগে ব্রিটিশ রাণীর দেওয়া সিবিই ও ওবিই খেতাব হারালেন ব্রিটেনের হিন্দু কমিউনিটির দুই বিশিষ্ট ব্যক্তি। এর মধ্যে একজন হলেন হাউস অব লর্ডসের কারজাভেটিভ পার্টির সদস্য এবং দলের দাতা, বিশিষ্ট ব্যবসায়ী লর্ড রামিন্ডার সিং রাঙের। তিনি ২০১৫ সালের ডিসেম্বরে কমান্ডার অব ব্রিটিশ এম্পায়ার সংক্ষেপে সিবিই খেতাব পেয়েছিলেন। দ্বিতীয় ব্যক্তি হলেন চার্টার একাউন্টেন্ট এবং হিন্দু কাউন্সিল অব ইউকের ম্যানেজিং ট্রাস্টি অনিল ভানট। হিন্দু কমিউনিটি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১০ সালে ওবিই খেতাব পেয়েছিলেন তিনি।
অনিল ভানটের চেয়ে গণমাধ্যমে বেশি আলোচিত হচ্ছে কনজারভেটিভ পার্টির লর্ড সদস্য এবং ব্রিটিশ এশিয়ান কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী রামিন্ডার সিং রাঙের সিবিই খেতাব কেড়ে নেওয়ার বিষয়টি।
ব্রিটিশ ব্যবসা এবং এশিয়ান কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালের ডিসেম্বরে রাণী দ্বিতীয় এলিজাবেথ তাকে সিবিই খেতাবে ভুষিত করেছিলেন। তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে একজন সাংবাদিককে বুলি এবং হয়রানীর অভিযোগ ছিল। গত বছরের অক্টোবরে হাউস অব লর্ডসে তার আমন্ত্রণে অনুষ্ঠিত দিওয়ালির অনুষ্ঠানে বিতর্কিত হিন্দু গুরু নিথায়ানন্দকে আমন্ত্রণ জানানোর সমালোচনা করেছিলেন সাংবাদিক ও নারী অধিকার ক্যাম্পেইনার পুনাম জোশি। এর জবাবে লর্ড রাঙের সামাজিক মাধ্যমে সাংবাদিক জোশিকে বুলি ও হয়রানী করেন। তবে এ জন্যে লর্ড রাঙের পাবলিকলি ক্ষমাও চান। তবে মহিলা সাংবাদিক ও ক্যাম্পেইনারের সাথে লর্ড সদস্য রামিন্ডার সিং রাঙ্গারের আচারণ নিয়ে তদন্ত করেছে ব্রিটিশ পার্লামেন্টের সংশ্লিষ্ট তদন্ত কমিটি অর্থাৎ দ্যা ফরফিচার কমিটি অব দ্যা ইউকে কেবিনেট অফিস। তদন্ত শেষে লর্ড রাঙ্গের সিবিই খেতাব থাকবে কি না এই সিন্ধান্ত নিতে সুপারিশ করে কমিটি। সাংবাদিক এবং মানবাধিকার কর্মীর সাথে এমন আচরণ করে তিনি তার প্রাপ্ত উপাধির জন্যে দুর্নাম বয়ে এনেছেন বলে রাজা তৃতীয় চার্লস লর্ড রামিন্ডার সিং রাঙের সিবিই খেতাব ফিরিয়ে নেওয়ার বা বাতিল করার নির্দেশ দিয়েছেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনী লড়াই করার বার্তাও দিয়েছেন লর্ড রাঙের। একই ঘটনাকে কেন্দ্র করে এর আগে দ্যা লর্ড কমিশনার ফর স্ট্যান্ডার্ডস কমিটির তদন্ত রিপোর্ট প্রকাশের পর সাময়িক সময়ের জন্যে গত বছর কনজারভেটিভ পার্লামেন্টারী পার্টি থেকেও বরখাস্ত হয়েছিলেন লর্ড রামিন্দার। চলতি বছরের নভেম্বরে আবার তিনি পার্টিতে ফিরেন।
লর্ড রামিন্ডার সিং রাঙের ২০০৯ সাল থেকে প্রায় ১ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড দান করেছেন কনজারভেটিভ পার্টিকে। ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী থেরিজা মে টেন ডাউনিং স্ট্রীট থেকে বিদায় নেওয়ার আগে তাকে লর্ড সদস্য বানিয়ে যান।