বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeবাংলাদেশতিমির এরপর এবার ভেসে আসলো মৃত ডলফিন

তিমির এরপর এবার ভেসে আসলো মৃত ডলফিন

আবারও সমুদ্র সৈকতে ভেসে এসেছে অর্ধগলিত মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ দেড় ফুট। শনিবার দুপুর ১২টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতের পূর্বপাশে ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। তবে এটি গলিত হওয়ায় কী প্রজাতির ডলফিন সেটা নিশ্চিত হওয়া যায়নি।ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির শরীরের চামড়া অনেকটা উঠে গেছে এবং মাংস অনেকটা ক্ষয়ে গেছে। বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে এটির নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেয়া হবে।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটি মাটিচাপা দিতে বলা হয়েছে।এর আগে শনিবার সকাল ৯টার দিকে সৈকতের ঝাউবাগান পয়েন্টে ভেসে আসে বিশালাকৃতির একটি মৃত বেলিন প্রজাতির তিমি। এটির দৈর্ঘ্য ৩০ ফুট ও প্রস্থ ৬ ফুট।স্থানীয় বাসিন্দারা জানান, তিমিটি কয়েকদিন আগে মারা গেছে। এটির শরীর পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে।ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, ‘সকালে সৈকতে এক মোটরসাইকেল চালক মৃত তিমিটি দেখে আমাদের খবর দেন। পরে আমরা ঘটনাস্থলে পৌছে বন বিভাগকে অবহিত করি। মৃত তিমিটি দেখতে অনেকটা দৈত্যাকৃতির। তবে ঠিক কি কারণে তিমিটি মারা গেছে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত