শিরোপার লড়াইয়ে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা। সুপার ফোরের শেষ ম্যাচে, ফাইনালের ড্রেস রিহার্সালে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে একধাপ এগিয়ে লঙ্কানরা। তবে ফাইনালের আগে ওই হার থেকে শিক্ষা নিয়েই ট্রফি জয়ের মিশনে নামছে পাকিস্তান।তার আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টসে জিতে প্রতিপক্ষে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।ফলে আগে বোলিং করার ইচ্ছা থাকলেও বাধ্য হয়েই আগে ব্যাটিংয়ে নামতে হচ্ছে শানাকাদের।শ্রীলঙ্কার অধিনায়ক বলেন, ‘এই টুর্নামেন্টে টসের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আমরা টসে জয়লাভ করতে পারিনি এবং আগে ব্যাট পেয়েছি। সেক্ষেত্রে চেষ্টা করব পাওয়ার প্লে কাজে লাগাতে। এ সময় পর্যাপ্ত রান স্কোরবোর্ডে তুলতে হবে।’
শ্রীলঙ্কা একাদশ:
কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকসে, চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থিকশানা, প্রমাদ মদুশান ও দিলশান মাদুশঙ্কা।
পাকিস্তান একাদশ:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক),ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন