লন্ডন : নবজাতক শিশুর সুন্দর একটি নাম সব মাতা-পিতাই কামনা করেন। ধর্মীয় দৃষ্টিকোন থেকে একটি অর্থবহ নাম রাখতে চান সবাই। এ কারণেই হয়ত ইংল্যান্ড এবং ওয়েলসে মুসলিম কমিউনিটিতে নবজাতক ছেলে সন্তানের নাম মোহাম্মদ রাখা হচ্ছে বেশি বেশি। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস জানিয়েছে, ইংল্যান্ড এবং ওয়েলসে ২০২৩ সালে জন্ম নেওয়া শিশুদের রাখা প্রথম নামের মধ্যে মোহাম্মদ নামটি শীর্ষে রয়েছে। গত বছর ইংল্যান্ডে এবং ওয়েলসে ৪ হাজার ৬শ ৬১ জন শিশুর নাম রাখা হয়েছে মোহাম্মদ। ২০২২ সালে ৪ হাজার ১ শ ৭৭ জন শিশুর নাম রাখা হয়েছিল মোহাম্মদ। তবে ২০১৬ সাল থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে নবজাকত ছেলেদের নামের তালিকায় অন্যান্য নামের সাথে শীর্ষ দশের ভেতরে ছিল মোহাম্মদ নামটি।
এবার দেখে নিন গ্রেটার লন্ডনের কোন কোন কাউন্সিলে ২০২৩ সালে মোহাম্মদ নাম বেশি রাখা হয়েছে।
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস সংক্ষেপে ওএনএস-এর রিপোর্টে বলা হয়েছে সিটি অব লন্ডন, বার্কিং এন্ড ডেগেনহ্যাম, ব্রেন্ট, ক্রয়ডন, হিলিংডন, হ্যান্সলো, ম্যার্টন, নিউহ্যাম, রেডব্রিজ, টাওয়ার হ্যামলেটস এবং ওয়ালথামস্টোতে মোহাম্মদ নাম শীর্ষে ছিল ২০২৩ সালে। এর বাইরে অন্যান্য কাউন্সিলে নোহ, লিও, জর্জ, আদম, অলিভার, ইত্যাদি নাম শীর্ষে রয়েছে।
মেয়েরে নামের মধ্যে অলিভিয়া, সোফিয়া, এমিলিয়া, মায়া, মিয়া, লিহ, মারিয়ম নাম শীর্ষে রয়েছে। বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এবং নিউহ্যামে মেয়েমের নাম মারিয়ম শীর্ষে।