ভারতের নয়াদিল্লিতে জি২০ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে এ সম্মেলনে যোগ দেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল। দিল্লিতে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এর আগে শুক্রবার দুপুরে দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী। এদিন সন্ধ্যা সাতটায় ভারতের প্রধানমন্ত্রীর সরকারি নিবাস নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। এসময় মোদিকে স্যুভেনির উপহার দেন সায়মা ওয়াজেদ।চলতি সপ্তাহের শুরুতে আসিয়ান সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে ইন্দোনেশিয়া সফরের পর দ্বিতীয় হাই প্রোফাইল আন্তর্জাতিক ইভেন্টে সায়মা ওয়াজেদের উপস্থিতিকে বৃহত্তর রাজনৈতিক ভূমিকার উপসর্গ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ধারণা, হয়তো আওয়ামী লীগে বৃহত্তর রাজনৈতিক ভূমিকায় আসতে পারেন তিনি।
জি২০ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
0
55
Previous article
এইরকম আরও