লন্ডন : ব্রিটেনে ডানপন্থি টেলিভিশন এবং রেডিও নিউজ চ্যানেল জিবি নিউজ। ২০২১ সালের জুনে জিবি নিউজ যাত্রা শুরু করে। জিবি নিউজে গত দুই বছরে যে পরিমাণ প্রোগ্রাম প্রচার করা হয়েছে তার অর্ধেকই ছিল মুসলিম বিদ্বেষী। এই তথ্য দিয়েছে দ্যা সেন্টার ফর মিডিয়া মনিটরিং সংক্ষেপে সিএফএমএম। এই সংস্থাটি গত দুই বছরে জিবি নিউজ চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানমালা পর্যালোচনা করে এক রিপোর্টে বলেছে, চ্যানেলটিতে বিভিন্ন অনুষ্ঠানে অন্তত ১৭ হাজারের বেশি সময় মুসলিম বা ইসলাম উল্লেখ করা হয়েছে। যা তাদের সর্বমোট অনুষ্ঠানের ৫০ শতাংশ। অন্যদিকে গত দুই বছরে বিবিসি নিউজে ৩২ শতাংশ এবং স্কাই নিউজে ২১ শতাংশ সময় মুসলিম বা ইসলাম উল্লেখ করা হয়েছে।
সিএফএমএম রিপোর্টে বলেছে, জিবি নিউজ ইউকের অভ্যন্তরিন কোনো বিষয় নিয়ে আলোচনার সময় বিশেষ উদ্দেশ্যে মুসলিম বা ইসলামকে বেশির ভাগ সময় উল্লেখ করেছে। জিবি নিউজের অন্তত ১ হাজার ১শ ৮০ টি অনুষ্ঠানে ইসলাম বিদ্বেষী আলোচনা হয় বলে সিএফএমএম রিপোর্টে উল্লেখ করেছে। সিএফএমএম পর্যালোচনা করে পেয়েছে, গত সামারে ইংল্যান্ডের বিভিন্ন শহরে দাঙ্গা বা রায়ট চলাকালে জিবি নিউজে প্রচারিত ৬২ শতাংশ ক্লিপে দেখা হয়েছে রায়টের সাথে মুসলিমরা জড়িত। রায়ট সংক্রান্ত জিবি নিউজের অনুষ্ঠানগুলোতে বারবার মুসলিমদের অপরাধি হিসেবে চিহ্নিত করে অপপ্রচার চালানো হয়েছে। অথচ এসব রায়টে মুসলিম কমিউনিটি ছিল সত্যিকারের ভুক্তভোগি, হামলার শিকার।
অবশ্য জিবি নিউজের একজন মূখপাত্র সিএফএমএমের রিপোর্টকে ভুল এবং মানহানিকর বলে মন্তব্য করেছেন। এটি বাকস্বাধীনতাকে নিরব রাখার একটি প্রচেষ্টা বলেও উল্লেখ করেছেন তিনি।