বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeসিলেটজিন্দাবাজারে স্ল্যাব ধসে ‘মরণফাঁদ’

জিন্দাবাজারে স্ল্যাব ধসে ‘মরণফাঁদ’

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে।যানবাহনেরও থাকে দীর্ঘ লাইন। জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকায় রাস্তার পাশে প্রায় দুই মাস আগে ড্রেনের স্ল্যাব ভেঙে বড় গর্তের সৃষ্টি হলেও নজরে আসেনি নগর কর্তৃপক্ষের। ফলে এ নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীসহ এ রাস্তায় চলাচলকারী লোকজন। এই স্থানটিতে প্রায়ই ড্রেনের স্ল্যাব ভেঙে যাওয়ায় যানবাহন ও পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।মঙ্গলবার(১১ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায় জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন স্থানে রাস্তার উপর নির্মিত দুটি রোড স্ল্যাব ভেঙ্গে ধেবে গেছে। একটি বাঁশ দিয়ে সেখানে দুটি পলিথিনের ব্যাগ রাখা হয়েছে। স্ল্যাব ভেঙ্গে প্রতিনিয়ত বিভিন্ন গাড়ি ক্ষতির সম্মুখিন হচ্ছে।তাছাড়া পথচারীরা বিভিন্ন সময় পড়ে গিয়ে আহত হয়েছেন।শুধু এখানে শেষ নয়, জিন্দাবাজার-জল্লারপাড় সড়কে রাস্তার মধ্যে ম্যানহোল রাখা হয়েছে উঁচু করে ফলে প্রায় সময় রিকশা ও মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়।স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহমান সিলেট প্রতিদিনকে জানান,এরকম অনেক স্ল্যাব জিন্দাবাজার এলাকায়।সিসিককে বারবার অবহিত করলেও তাতে তারা কর্ণপাত করেন নি।সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট আবদুর রউফ সিলেট প্রতিদিনকে জানান জিন্দাবাজারেসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় এরকম অনেকগুলো স্থানে ভাঙ্গা অবস্থায় রয়েছে।এসব দেখার দায়িত্বে যারা রয়েছেন তারা কি করছেন তা আমার বোধগম্য নয়।এ বিষয়ে জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান সিলেট প্রতিদিনকে বলেন,বিষয়টি আমাদের নজরে ছিল না।এই মাত্র আপনার মাধ্যমে জানতে পেরেছি।বিষয়টি আমি দেখতেছি।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত