বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeখেলাধূলাচেলসির সাবেক স্ট্রাইকার দিয়েগো কস্তাকে দলে নিল উল্ফস

চেলসির সাবেক স্ট্রাইকার দিয়েগো কস্তাকে দলে নিল উল্ফস

: ফ্রি ট্রান্সফার সুবিধায় চেলসি ও এ্যাথলেটিকো মাদ্রিদের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো কস্তাকে দলে ভিড়িয়েছে উল্ফস। প্রিমিয়ার লিগের ক্লাবের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। যদিও কস্তা বর্তমানে ইনজুরির সাথে লড়াই করছেন।
গ্রীষ্মকালীন দলবদলে ১৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে আসা অস্ট্রিয়ান স্ট্রাইকার সাসা কালাজিচ অভিষেক ম্যাচেই হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়েছেন। অন্যদিকে কুঁচকির ইনজুরির কারনে আগে থেকেই সাইডলাইনে আছে মেক্সিকান ফরোয়ার্ড রাউল জিমেনেজ।
৩৩ বছর বয়সী কস্তা জানুয়ারিতে ব্রাজিলিয়ান ক্লাব এ্যাথলেটিকো মিনেইরো ছাড়ার পর ফ্রি এজেন্টে পরিনত হয়েছিলেন। গত সপ্তাহে মেডিকেল পরীক্ষার পর তার সাথে উল্ফসের এক বছরের চুক্তি হয়েছে। এক বিবৃবিতে উল্ফস চেয়ারম্যান জেফ শি বলেছেন, ‘দিয়েগো কস্তাকে উল্ফসে এবং একইসাথে আবারো প্রিমিয়ার লিগে স্বাগত জানাতে পেরে আমরা সত্যিই দারুন আনন্দিত। সর্বোচ্চ পর্যায়ে কস্তার সমৃদ্ধ অভিজ্ঞতা আছে। একের পর এক ম্যাচ জয়ের অভিজ্ঞতা থেকে আশা করছি ড্রেসিং রুম ও মাঠে সে আমাদের দলকে সহযোগিতা করতে পারবে। এবারের লিগে আমরা তার সাফল্যের দিকে তাকিয়ে আছি।’
এ পর্যন্ত লিগে অনুষ্ঠিত ৬ ম্যাচে মাত্র তিন গোল করা উল্ফস একজন স্ট্রাইকারের খোঁজে ছিল। লিগে অংশ নেয়া ২০ দলের মধ্যে উল্ফসই এখনো পর্যন্ত সবচেয়ে কম গোল দিয়েছে।
২০১৪-২০১৭ সাল পর্যন্ত ৯ নম্বর জার্সি গায়ে কস্তা চেলসির অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিনি ব্লুজদের হয়ে ৫৯ গোল করেছেন। একইসাথে লন্ডনের ক্লাবটিকে দুটি প্রিমিয়ার লিগের শিরোপা উপহার দিয়েছেন। তিন মৌসুমেই তিনি চেলসির সর্বোচ্চ গোলদাতা ছিলেন। ঐ সময়কার কোচ এন্টোনিও কন্টের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় কস্তা চেলসি ছেড়ে এ্যাথলেটিকো মাদ্রিদে ফিরে গিয়েছিলেন। দুই মেয়াদে কস্তা এ্যাথলেটিকোর হয়ে ৮৩ গোল করা ছাড়াও দুটি লা লিগা ও ইউরোপা লিগের শিরোপা উপহার দিয়েছেন।
মাত্র এক জয়ে উল্ফস বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের ১৪তম স্থানে রয়েছে। শনিবার লিগে তাদের পরবর্তী প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত