চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশে রোববার একটি কয়লা খনিতে ভয়াবহ আগুনে ১৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এই কথা জানিয়েছে।খবর এএফপি’র।রোববার রাতে প্যানঝু নগর সরকারের ওয়েবসাইট পোস্টে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ৮টা ১০মিনিটের দিকে শানজিয়াওশু কয়লা খনিতে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রাথমিকভাবে বলা হয় যে, কনভেয়ার বেল্ট থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ১৬ জন আটকা পড়ে। তবে এতে সম্পদের কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কীভাবে আগুন ছড়িয়ে পড়েছে সে ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং এতে কয়লা খনিটির তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ঘটনার পর প্রাথমিক যাচাইয়ে ১৬ জনের কোন সন্ধান পাওয়া যায়নি।প্যানঝু নগর খনিটি রাজধানী বেইজিং থেকে প্রায় ৩,৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর চীনে ১৬৮টি দুর্ঘটনায় ২৪৫ জনের প্রাণহানি হয়েছে।এদিকে গত মাসে চীনের উত্তর শানজি প্রদেশের একটি কয়লা খনিতে এক বিস্ফোরণে ১১ জন নিহত হয়।
চীনে কয়লা খনিতে আগুনে ১৬ জনের প্রাণহানি
0
35
Previous article
Next article
এইরকম আরও