ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভোগান্তিতে পড়েছেন সিলেটের প্রায় দেড়লাখ গ্রাহক। সিলেটের অনেক এলাকায় সোমবার (২৪ অক্টোবর) বিকেলে থেকে বিদ্যুৎহীন অবস্থায় ছিল। এতে চরম ভোগান্তি ও বিড়ম্বনায় পড়েন সিলেটবাসী।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট সূত্রে জানা গেছে, সোমবার বিকেলের পর থেকে সিলেট, সুনামগঞ্জসহ বিভাগের বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় প্রভাব ফেলেছে।এতে বিউবো সিলেটের আওতাধীন প্রায় সাড়ে চার লাখ গ্রাহকের মধ্যে প্রায় দেড় লাখ গ্রাহক বিদ্যুৎ গোলযোগের শিকার হয়েছেন। বিশেষ করে সিলেট শহর এলাকার গ্রাহকরা বেশি ভোগান্তিতে পড়েছেন। নগরের মদিনা মার্কেট কালিবাড়ি এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যুৎ গেছে। রাত সাড়ে ৯টার দিকে দুই দফা এসে কিছুক্ষণ পর আবার চলে গেছে।
সিলেট শহরতলীর বিসিক শিল্পনগরের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আরমান শাহ বলেন,বিকেলে বিদ্যুৎ গিয়েছিল। আর এখন রাত ২টা পর্যন্ত বিদ্যুতের দেখা নেই।বিউবো সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদের তপাদার বলেন, সিত্রাংয়ের প্রভাবে এমনটি হচ্ছে। তবে বিউবো মেরামত কাজ করে যাচ্ছে। সমস্যা হলো, একদিকে মেরামত করা হলে অন্যদিকে সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছপালা বিদ্যুতের তার এবং খুঁটির ওপর পড়ছে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে তিনি জানান।বিউবো সিলেট বিক্রয় বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান জানান, তার এলাকাধীন বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে এমসি কলেজ ফিডারের প্রায় ২০ হাজার গ্রাহক কিছুটা ভোগান্তির শিকার হচ্ছেন। এমসি কলেজের ফিডারে ঝড়ের কারণে কিছুটা গোলযোগ দেখা দিয়েছে। বিদ্যুৎকর্মীরা দ্রুততার সঙ্গে তা মেরামতের কাজ করেন। তবে বৈরী আবহাওয়ায় কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।