সিলেটের গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সানজু আহমদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে পুরকায়স্থ বাজার – গোলাপগঞ্জ (কদমতলী) সড়কের দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সানজু উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ ছাদিরের ছেলে। সে পেশায় সিএনজি (অটোরিকশা) চালক ছিল।
জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে বাড়ি থেকে পুরকায়স্থ বাজার যাচ্ছিলেন তিনি। পুরকায়স্থ বাজার – গোলাপগঞ্জ (কদমতলী) সড়কের দিঘীরপাড় এলাকায় যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিক আপ মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সানজু মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানা উপপরিদর্শক (মিডিয়া অফিসার) পার্থ সারথী দাস।