ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সিলেটের গোলাপগঞ্জে এক ব্যবসায়ী জয় আহমদ (১৮) নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (২৮ আগস্ট) সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-২ আদালতে জয়ের বড় ভাই মনোয়ার মিয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ ৬৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।
নাহিদ ছাড়াও উল্লেখ্যযোগ্য আসামি হলেন- গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম (৫০), সাবেক পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল (৪৫), পৌর আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন (৪৫), পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর রুহিন আহমদ খাঁন (৪৫), বহরগ্রামের মোস্তাকুর রহমান, ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল হানিফ খান (৪২), উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আকবর ফখর (৪২)।