শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
No menu items!
Call for ad
Homeবাংলাদেশগাজীপুর সিটি কর্পোরেশন: ৪০ ভাগ টয়লেটে সেপটিক ট্যাংক নেই

গাজীপুর সিটি কর্পোরেশন: ৪০ ভাগ টয়লেটে সেপটিক ট্যাংক নেই

গাজীপুর মহানগরীর ৪০ ভাগ টয়লেটে সেপটিক ট্যাংক ও সোকওয়েলের কোনোটিই নেই। প্রায় ৫০ ভাগ টয়লেটে সেপটিক ট্যাংক থাকলেও সোকওয়েল নেই। এসব অপরিপূর্ণ বা আংশিক পরিপূর্ণ টয়লেট থেকে মল এবং বর্জ্য পানি সরাসরি ড্রেনে বা খোলা জায়গায় যাচ্ছে। এসব অপরিপূর্ণ বা আংশিক পরিপূর্ণ টয়লেট থেকে মল এবং বর্জ্য পানি সরাসরি ড্রেনে বা খোলা জায়গায় যাচ্ছে। মঙ্গলবার নগরীর বঙ্গতাজ মিলনায়তনে ‘পরিপূর্ণ টয়লেট তবেই পুরপূর্ণ বাড়ি’ শীর্ষক প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এসব তথ্য জানান।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) এএসএম সফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।এসময় বক্তব্য রাখেন- গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষরে সচিব মোস্তাফিজুর রহমান, ডুয়েটের অধ্যাপক ড. শওকত ওসমান সরকার, প্রফেসর ড. মোজাম্মেল হক, সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মজিবুর রহমান কাজল, এমএমবি প্রতিনিধি রুহুল আমীন মুন্সি প্রমুখ।অনুষ্ঠানে নগরীর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা, নগরের বাড়ির মালিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত