সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
No menu items!
Call for ad
Homeবাংলাদেশগাজীপুরে মাটির ঘরের দেয়াল চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুরে মাটির ঘরের দেয়াল চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে রতনপুর ও বাইমালে ঘরের দেয়াল ধসে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।জানা যায়, মুষলধারে বৃষ্টির কারণে বৃহস্পতিবার মাঝরাতে কালিয়াকৈরের রতনপুর এলাকায় ঘরের দেয়াল ধসে পড়লে এমারত হোসেন ও তার স্ত্রী আছিয়া বেগম স্বামী-স্ত্রী দুজনেই চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সকালে আশপাশের লোকজন ও তার স্বজনরা দেখতে পেয়ে তাদের মৃতদেহ উদ্ধার করেন।স্বামী-স্ত্রী দুজন ওই মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোন এক সময় ঘরের দেয়াল ধ্বসে পড়ে এতে তাদের মৃত্যু হয়।এদিকে, কোনাবাড়ির বাইমাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন শিশু ফরিদুল ও তার বাবা-মা। গেল রাতে তারা পোশাক কারখানায় কর্মরত ছিলেন আর বাসায় একা ছিল ফরিদ। রাত সাড় ১১টার দিকে দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হয় সে। স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে রাতে মারা যায় ফরিদুল।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত