শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
No menu items!
Call for ad
Homeআন্তর্জাতিকগাজায় শরণার্থী শিবিরে আগুন, শিশুসহ ২১ জনের মৃত্যু

গাজায় শরণার্থী শিবিরে আগুন, শিশুসহ ২১ জনের মৃত্যু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ শিশুসহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে এলেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।শুক্রবার (১৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে এই তথ্য।স্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে একটি রান্নাঘর থেকে গ্যাস লিক হয়েছে।এ ঘটনায় উপত্যকার উত্তরাঞ্চলের একটি হাসপাতালের পরিচালক সালাহ আবু লায়লা জানিয়েছেন, জাবালিয়া নামের ঘনবসতিপূর্ণ একটি শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে।

এ ঘটনায় অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। ভিডিওতে দেখা গেছে, একটি ভবনে আগুন জ্বলছে। ভবনের বাইরে লোকজনকে চিৎকার করতে দেখা গেছে। এছাড়া নিহতদের স্বজনরা রাস্তায় কাঁদছে ও প্রার্থনা করছে।ঘটনাস্থলে ছুটে আসা স্থানীয় একজন জানিয়েছেন, ভবনটিতে জেনারেটর চালানোর জন্য পেট্রোল সংরক্ষণ করা হয়েছিল।জানা গেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় মোট আটটি শরণার্থী শিবিরের মধ্যে একটি জাবালিয়া। শিবিরগুলোয় প্রায় ৬ লাখ মানুষের বসবাস। আর গাজার মোট বাসিন্দা ২৩ লাখ।শিবিরটিতে অগ্নিকাণ্ডের ঘটনাকে শুক্রবার (১৮ নভেম্বর) একদিনের জন্য জাতীয় শোক ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত