কনজারভেটিভ পার্টির হুইপ ত্যাগ করলেন ব্যারোনেস সাঈদা ওয়ার্সি। এক টুইট বার্তায় কনজারভেটিভ পার্টির হুইপ থেকে পদত্যাগের ঘোষণা দেন ব্যারোনেস ওয়ার্সি।
কনজারভেটিভ পার্টি হিপোক্রেটিক্যাললি খুব বেশি ডানপন্থি মুখি হয়ে যাচ্ছে বলে দাবী করেছেন তিনি। ২০০৭ সালে হাউস অব লর্ড সদস্য হয়েছিলেন তিনি। এরপর সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের প্রথম কেবিনেটেও দায়িত্ব পালন করেন। ব্যারোনেস ওয়ার্সি ছিলেন প্রথম ব্রিটিশ মুসলিম কেবিনেট সদস্য। ২০১৪ সালে ফিলিস্তিনের গাজা ইস্যুতে তৎকালিন সরকারের অবস্থানের সমালোচনা করে ফরেন অফিস মিনিষ্টারের পদ থেকে থেকে পদত্যাগ করেছিলেন তিনি। দলের ইসলামো ফোবিয়ার বিরুদ্ধে বেশ সরব ছিলেন ব্যারোনেস ওয়ার্সি। গত বছর সাবেক হোম সেক্রেটারী সুয়েলা ব্রেভারম্যানকে ড্যাঞ্জার এবং ডিভাইসিভ বলেও সমালোচনা করেছিলেন তিনি। পাকিস্তানী বংশোদ্ভুত ব্যারোনেস ওয়ার্সি ইয়র্কশায়ারের ডোসবারির প্রতিনিধিত্ব করছেন হাউস অব লর্ডসে। ২০১০ সালের মে মাস থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।