বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeযুক্তরাজ্যএবার বিড়ালের গলায় ঘন্টা বাঁধতেই হবে - না হলে জরিমানা

এবার বিড়ালের গলায় ঘন্টা বাঁধতেই হবে – না হলে জরিমানা

লন্ডন : বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? এই প্রশ্নের উত্তর এবার পাওয়া গেছে। পোষা বিড়ালের মালিকদের সেই কাজটি করতে হবে। না হলে জরিমানা গুণতে হবে ৫শ পাউন্ড।
বিড়ালের গলায় ঘন্টা বাঁধার জন্যে ব্রিটেনে নতুন আইন হয়েছে। এই আইন কার্যকর হবে আগামী ১০ জুন থেকে। ঐ দিন থেকে পোষা বিড়ালের বয়স ২০ সপ্তাহ পূর্ন হওয়ার সাথে সাথে বিড়ালের গলায় একটি মাইক্রোচিপ বেঁধে দিতে হবে। একই সঙ্গে তা রেজিষ্টারও করাতে হবে স্থানীয় কাউন্সিলে। না হলে মালিককে ৫শ পাউন্ড জরিমানা আরোপ করা হবে।
নতুন আইনে স্থানীয় প্রশাসনকে আরো ক্ষমতা দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ইচ্ছে করলে, মাইক্রোচিপ বিহিন পোষা বিড়ালকে ধরে নিয়ে গলায় চিপ বেঁধে এবং রেজিষ্টার শেষে মালিকের ঘরে ফেরত দিবে। সাথে ধরিয়ে দেবে ৫শ পাউন্ডের জরিমানাসহ যাবতীয় বিল।
ব্রিটেনে প্রায় ৩ মিলিয়নের বেশি পোষা বিড়ালের গলায় মাইক্রোচিপ নেই। মাইক্রোচিপ বিহীন পোষা বিড়াল কোনো দুর্ঘটনায় পড়লে বা হারিয়ে যাওয়া বিড়াল খুঁজে পাওয়ার পর তা তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া দুস্কর হয়ে যায়। এ কারণে সরকার নতুন এই আইন করেছে।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত