বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeবিনোদনএবার পরীমণি ও বুবলীর ‘খেলা হবে’

এবার পরীমণি ও বুবলীর ‘খেলা হবে’

কয়েক বছর ধরেই দেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করছে ‘খেলা হবে’ স্লোগানটি। প্রভাবশালী এক রাজনৈতিক নেতার সৃষ্ট এ স্লোগান পরে দেশের বিভিন্ন নেতাদের কণ্ঠ শোনা গেছে। সমাদর পেয়েছে ওপার বাংলায়ও।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়সহ পশ্চিমবঙ্গের বাঘা বাঘা নেতৃবৃন্দ এখনও রাজনীতির মাঠ কাঁপাচ্ছেন এই স্লোগান দিয়ে। রাজনীতির ময়দান থেকে স্লোগানটি সোজা উড়াল দিয়েছিল বলিউডে। বি-টাউনের তারকা আলিয়া ভাটের কণ্ঠে শোনা গিয়েছিল, ‘খেলা হবে’। এবার ‘খেলা হবে’ নামে হচ্ছে চলচ্চিত্র। এতে একসঙ্গে অভিনয় করবেন পরীমণি ও শবনম বুবলী।ছবিটি নির্মাণ করবেন তানিম রহমান। প্রযোজনা করছে টিএম ফিল্মস। গত ২ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠানটির পেজে জানানো হয়, তানিম রহমান একটি ছবি বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছুই প্রকাশ করা হয়নি।জানা গেছে, আগামী অক্টোবরে ছবিটির শুটিং শুরু হবে। তিন সপ্তাহ শুটিং হবে ভারতে। এরইমধ্যে শিল্পী ও কলাকুশলীদের নিয়ে দেশটিতে যেতে আবেদন করেছেন টিএম ফিল্মসের ফারজানা মুন্নী। পেয়েছেন অনুমতিও। অনুমতি প্রাপ্ত শিল্পীদের তালিকায় পরীমণি, বুবলী ছাড়াও রয়েছেন শহীদুল আলম সাচ্চু, আবুল কালাম আজাদ, মিশা সওদাগর, মুশফিকুর রহমান, সাইফুল ইসলাম মজুমদারসহ ১২ জন।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত