এবার সিলেট-৬ আসনের সাবেক সাংসদ ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে সিলেটের গোলাপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আন্দোলনের সময় পৌর এলাকার উত্তর ঘোষগাঁও গ্রামের নিহত গৌছ উদ্দিনের ভাতিজা রেজাউল করিম (২৪) এ মামলার বাদী। তিনি এ গ্রামের সেলিম উদ্দিনের ছেলে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় রেজাউল করিম মামলা দায়েরের বিষয়টি অস্বীকার করেছেন।
শনিবার (২৪ আগস্ট) মামলাটি থানায় রেকর্ড করা হয় বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার এএসপি সম্রাট তালুকদার।
মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলকে। মামলায় ১৩৫ জনের নাম এবং দুই থেকে আড়াইশ’ জনকে অজ্ঞাতনামা হিসাবে আসামি করা হয়েছে।
এজাহারভুক্ত আসামিরা আওয়ামীপন্থী পৌর কাউন্সিলর, পৌর ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতা।
তবে ঘটনার সময় দায়িত্বরত গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিনকে আসামি করা হয়নি।
এদিকে শনিবার ফেসবুক ভিত্তিক একটি চ্যানেলের লাইভে এসে বাদী নিহত গৌছ উদ্দিনের ভাতিজা রেজাউল করিম বলেছেন, আমার স্বাক্ষর জাল করে কে বা কারা মামলা দায়ের করেছে আমি জানিনা। এ ব্যাপারে আমি বা আমার পরিবারের সদস্যরা কিছুই জানিনা।