শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
No menu items!
Call for ad
Homeবাংলাদেশএকদিনে সর্বোচ্চ ৮৫৫ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৫

একদিনে সর্বোচ্চ ৮৫৫ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৫

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন আরও ৮৫৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ঢাকার হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২৩ জন। আর ঢাকার বাইরে ৩৩২ জন।এ নিয়ে চলতি বছর এ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ১৮১ জনে।
চলতি বছর এখন পর্যন্ত ৯৪ জন ডেঙ্গুতে মারা গেছেন। তাদের মধ্যে ঢাকায় মারা গেছেন ৫০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৩৯ জন। চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ জনের। গত সেপ্টেম্বরে দেশে ৯ হাজার ৯১১ জন আক্রান্তের মধ্যে ৩৪ জন মারা গিয়েছিলেন। এ বছরে এখন পর্যন্ত ২১ হাজার ৩৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট রোগীর সংখ্যা ২ হাজার ৮৮৯ জন। এর মধ্যে ঢাকার ৫১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৯৯২ জন। দেশের বিভিন্ন সরকারি জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮৯৭ জন।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত