লন্ডন : ইস্ট লন্ডনের রেইনহ্যামে দুটি স্কুল এবং ইয়ূথ সেন্টারের সামনে শুয়োরের মাথা রেখে যাওয়ার দায়ে চার জনকে অভিযুক্ত করেছে পুলিশ।
মেট পুলিশ জানিয়েছে, রেইনহ্যামের ল্যাম্বস লেইন সাউথে অবস্থিত হ্যারিস একাডেমী এবং আপমিনিস্টার’স রোড সাউথে অবস্থিত অন্য একটি স্কুলের সামনে গত ২৬শে জুলাই শুয়োরের মাথা রেখে যায় বর্ণবাদী দুর্বৃত্তরা। এ ছাড়া রেইনহ্যামের বাইকিংওয়ের দ্যা রয়ালস ইয়ুথ সেন্টারে ইসলাম বিদ্বেষী গ্রাফিটি রেখে যায় দুর্বৃত্তরা।
এসব ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক কর মেট পুলিশ। তারা সবাই এসেক্সের ব্রেন্টউড এলাকার বাসিন্দা। জাতিগত বিদ্বেষমূলক অপরাধের দায়ে শুক্রবার তাদের অভিযুক্ত করেছে পুলিশ। আগামী ৯ আগস্ট, শুক্রবার বার্কিংসাইড ম্যাজিস্ট্রেট কোর্টে তাদের হাজির করা হবে।
এসব ঘটনার পর ঐ এলাকার বাড়তি নজরদারি বাড়িয়েছে পুলিশ।