বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeযুক্তরাজ্যইংল্যান্ডে লেবার দলীয় এমপির যতো বাড়ি : কালো শ্বেতশ্বেতে ফ্যাঙ্গাশ ও পিঁপড়ার...

ইংল্যান্ডে লেবার দলীয় এমপির যতো বাড়ি : কালো শ্বেতশ্বেতে ফ্যাঙ্গাশ ও পিঁপড়ার সাথে থাকেন ভাড়াটে

লন্ডন : গ্রেটার লন্ডনের ইলফোর্ড দক্ষিণ আসনে নবনির্বাচিত লেবার পার্টির এমপি জাস আতওয়াল। এমপি নির্বাচিত হবার আগে ছিলেন দীর্ঘদিনের নির্বাচিত কাউন্সিলর এবং রেডব্রিজ কাউন্সিলের দলীয় লিডার ছিলেন তিনি। স্থানীয়ভাবে অত্যন্ত প্রভাবশালী নেতা জাস আতওয়াল এমপির ভাড়া বাড়ি নিয়ে বোমা ফাটিয়েছে বিবিসি।

বিবিসি একটি সংবাদে দাবি করেছে, নবনির্বাচিত এমপি জাস আতওয়াল ব্রিটিশ পার্লামেন্টে এমপিদের মধ্যে অন্যতম বড় একজন ল্যান্ড লর্ড। তার মালিকানাধীন অন্তত ১৫টি ফ্ল্যাট রয়েছে। যেগুলো তিনি ভাড়া দিয়েছেন। এরমধ্যে একটি ব্লকে রয়েছে ৭টি ফ্ল্যাট। এসব ফ্ল্যাটে অন্তত অর্ধেক ভাড়াটে বা টেনেন্টস বিবিসিকে জানিয়েছেন, তাদেরকে নিয়মিত বাথরুমের ছাদ থেকে কালো মৌল্ড বা শ্বেতশ্বেতে ফ্যাঙ্গাশ সরাতে হয়। এসব ফ্ল্যাটে পিঁপড়ার উপদ্রব আছে বলে প্রমাণ রয়েছে বলেও দাবি করেছে বিবিসি। তবে এসব ফ্ল্যাট এজেন্সির মাধ্যমে ভাড়া দেওয়া হয়। পিঁপড়া বা কালো মৌল্ড বা অস্বাস্থ্যকর শ্বেত শ্বেতে ফ্যাঙ্গাস নিয়ে কোন অভিযোগ করলে ফ্ল্যাট থেকে বের করে দেয়া হবে বলে এজেন্সি থেকে হুমকি দেওয়া হয়েছে বলে একজন ভাড়াটে অভিযোগ করেছেন।

এ বিষয়ে এমপি জাস আতওয়াল বলেছেন, এসব সমস্যার ব্যাপারে তিনি কিছুই জানেন না। কারন তার বাড়ি বা ফ্ল্যাট গুলো এজেন্সির মাধ্যমে ভাড়া দেওয়া হয়েছে। ভাড়াটেকে বের করে দেওয়ার অভিযোগও সত্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয়ভাবে জনপ্রিয় লেবার পার্টির নেতা জাস আতওয়াল ২০১৪ সাল থেকে জুলাই মাসে এমপি নির্বাচিত হবার পূর্ব পর্যন্ত রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিল লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত