মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
No menu items!
Call for ad
Homeযুক্তরাজ্যইংল্যান্ডে দিরাই কালচারাল এসোসিয়েশন নর্থইষ্ট এর উদ্যোগে ডঃ মাওলানা শুয়াইব আহমেদ এর...

ইংল্যান্ডে দিরাই কালচারাল এসোসিয়েশন নর্থইষ্ট এর উদ্যোগে ডঃ মাওলানা শুয়াইব আহমেদ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত সোমবার ২৮ আগস্ট দিবাগত রাতে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে দিরাই কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দিরাই- শাল্লা এলাকার মাটি ও মানুষের বন্ধু ডক্টর মাওলানা শুয়াইব আহমদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।স্থানীয় আলা স্পাইস্যারি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি জনাব শামসুদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন এনবিএ মসজিদের ইমাম মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী। শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন মাওলানা ইমদাদুর রহমান চৌধুরী। এতে নর্থইষ্টের কয়েকটি শহরে অবস্থানরত দিরাই উপজেলা বাসী সহ স্থানীয় কমিউনিটির অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মাওলানা শুয়াইব আহমেদ আগামী নির্বাচনে দিরাই শাল্লা থেকে নির্বাচনের প্রস্তুতির কথা ব্যক্ত করেন এবং সকলের পরামর্শ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন। অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন এনবিএর ভাইস প্রেসিডেন্ট সুফি আহমেদ , সান্ডারল্যান্ড ইন্টারন্যাশনাল সেন্টারের সাবেক চেয়ারম্যান জনাব খালিদ মিয়া অলিদ, আব্দুস সালাম রাজা মিয়া, জহুর উদ্দিন, আলা মিয়া, খলিলুর রহমান, আজমল হুসাইন,আব্দুল মনাফ, সাদিকুর রহমান, আমিরুল হক, আনোয়ার হুসাইন রব্বানী, মুজিবুর রহমান, ইকবাল চৌধুরী, আব্দুল করিম,মুকিবুর রহমান জালাল৷ল, আশাব উদ্দিন, তালেব উদ্দিন, মিজান আহমেদ, মানিক মিয়া, গোলাম মস্তফা, মাওলানা এবাদুর রহমান প্রমুখ।সভায় বক্তাগন আগামী জাতীয় নির্বাচনে দিরাই শাল্লা থেকে মাওলানা শুয়াইব আহমেদকে একজন এক্টিভ সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দেখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তাগন তাঁদের আলোচনায় বলেন মাওলানা শুয়াইব আহমদ কে আমরা বিগত ত্রিশ বছর যাবত দেখে আসছি। তিনি সুখে দু:খে সব সময় দিরাই শাল্লা বাসীর পাশে রয়েছেন। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এ কথা সুপ্রমানিত যে, তিনি নির্বাচিত হলে দিরাই শাল্লার উন্নয়নে পরিবর্তনের একটা বিরাট জোয়ার আসবে। আমরা বিগত বায়ান্ন বছরে অনেককে দেখেছি, দুঃখজনক হলেও সত্য,কেউই আমাদের উন্নয়নে ভুমিকা রাখেননি, এবার আমরা পরিবর্তন চাই। সভায় মাওলানা শুয়াইব আহমদের বিভিন্নমুখি উন্নয়ন কাজের ভূঁয়সী প্রশংসা করা হয়।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত