নির্বাচনী এলাকায় স্ট্রিটে এক সাধারণ ব্যক্তিকে কিলঘুষি মারার দায়ে দলীয় এক এমপিকে বহিষ্কার করেছে লেবারপার্টি। ২৭শে অক্টোবর ডেইলি মেইলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ইংল্যান্ডের চেশায়ারের দ্যা রানকর্ন এবং হেলসবি এলাকা থেকে নির্বাচিত লেবার এমপি মাইক এমেসবারি রাস্তায় ফেলে এক ব্যক্তিকে কিলঘুষি মারছেন। ২৬ শে অক্টোবর, শনিবার ভোরে অর্থাৎ শুক্রবার দিবাগত রাত ২টা ১৬ মিনিটের দিকে ফর্ডশ্যামে ব্যাঞ্চে শুয়ে থাকা এক ব্যক্তিকে কিলঘুষি মেরেছেন এমপি মাইক।
এ ঘটনার পরপরই এক ব্যক্তি পুলিশে ফোন করেন এবং পরবর্তীতে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি স্বেচ্ছায় পুলিশে গিয়ে স্বাক্ষাতকার দিয়ে এসেছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও প্রকাশের পর এমপি মাইক এমেসবারির দলীয় সদস্যপদ প্রত্যাহার করে লেবার পার্টি। একই সঙ্গে সংসদীয় হুইপ থেকে এমপি মাইক এমেসবারিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এমপি মাইক এমেসবারি ২০১৭ সাল থেকে এই আসনের লেবার দলীয় এমপি ছিলেন। ২০২৩ সালে এমপি মাইক এমেসবারিকে পেছনে পেছনে অনুসরণ এবং অফিসে ও স্ট্রিটে হয়রানির অভিযোগে ৫৬ বছর বয়সী এক ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছিল।