ইংল্যান্ডের লিঙ্কনশ্যায়ারের বোস্টনে হ্যাভেন হাই একাডেমীতে অপব্যবহার এবং সহিংস আচরণের দায়ে এক সপ্তাহের ভেতরে ৮৬জন শিক্ষার্থীকে একাডেমী থেকে বরখাস্ত করা হয়েছে। একাডেমীতে শিক্ষক এবং স্টাফরা হরহামেশাই শিক্ষার্থীদের অপব্যবহার এবং সহিংস আচরণের শিকার হন বলে অভিযোগ রয়েছে। স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সহিংস আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ বলে অভিযোগ করে গত এপ্রিল কর্মবিরতী পালন করেছেন শিক্ষক এবং স্টাফরা। শিক্ষক এবং স্টাফদের অভিযোগের ভিত্তিতে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অপব্যবহার এবং সহিংস আচরণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে এক সপ্তাহের ভেতরে ৮৬জন শিক্ষার্থীকে বরখাস্ত করা হয়েছে।
ইংল্যান্ডে একটি স্কুল থেকে এক সপ্তাহের ভেতরে ৮৬ জন ছাত্র বহিস্কার
0
85
Previous article
এইরকম আরও