লন্ডন : বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে শেষ মুহুর্তে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে বলে দাবী করেছে ফ্রি আল্লামা সাঈদী ফেডারেশন ইউকে। সোমবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরশাসক বলে উল্লেক করে তার সরকারের আমলে ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে দেয়া প্রহসনের বিচারের পর্যালোনার পাশাপাশি চিকিৎসার নামে আল্লামা সাঈদীকে পরিকল্পিত হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবী করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মাওলানা সাঈদীকে আমৃত্যু কারাদন্ড দেন। কিন্তু কারান্তরীন সুস্থ্য সাঈদীকে শেষ মুহুর্তে অসুস্থ্য বানিয়ে হাসপাতালে দলীয় ডাক্তার চিকিৎসার নামে কোনো না কোনোভাবে হত্যা করেছে বলে আলামত পরিলক্ষিত হয়েছে বলেও উল্লেখ করে এর বিচার বিভাগীয় তদন্তের জানান আল্লামা দেলাওয়ার সাঈদী ফাউন্ডেশন ইউকের নেতারা। আল্লামা সাঈদীর পরিবারের সঙ্গে পরামর্শক্রমে ক্যাঙ্গারু কোর্টের বিচারের রিভিউ এবং বিচার বিভাগীয় তদন্তের দাবীতে আইনী প্রক্রিয়া শুরু করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
ইস্ট লণ্ডনের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ফ্রি আল্লামা সাঈদী ফাউন্ডেশন ইউকের সমন্বয়ক মাওলানা আশরাফুল ইসলাম। বক্তব্য রাখেন সমন্বয়ক আখতার হোসেন কাওছার, মোহাম্মদ আলী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলের আন্তর্জাতিক সম্পাদক মুহিদুর রহমান।
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচারের রিভিউ এবং বিচার বিভাগীয় তদন্তের দাবী
এইরকম আরও