ভূমিকম্পে কাঁপল সিলেট ও আশাপাশের এলাকা। মঙ্গলবার দুপুর ১টা ১৩ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। সার্চ ইঞ্জিন গুগল এ তথ্য দিয়েছে।আবহাওয়া অধিদপ্তর বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের জৈন্তাপুর থেকে ১৮ কিলোমিটার দূরে।বাংলাদেশ ও ভারত, সীমান্তের উভয় পারে ভূকম্পন অনুভূত হয়েছে। ১৫ সেকেন্ড স্থায়ী ছিল এটি।এর আগে গত ১৬ জুন সকাল ১০টা ৪৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। সিলেট ছাড়াও মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে আজকের ভূ-কম্পনটি অনুভূত হওয়ার খবর পাওয়া যায়। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয় যার ভৌগলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৭৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী হয়। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জে। যা সিলেট শহর থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে।
আবারও ভূমিকম্পে কাঁপল সিলেট
0
44
Previous article
এইরকম আরও