সিগারেট না দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে বাঁশ দিয়ে পিটিয়ে যুবককে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. কুরবার আলী (২৭) কাইয়ারগাঁও গ্রামের ধন মিয়ার ছেলে।
এ ঘটনায় একই গ্রামের পণ্ডিত মিয়ার ছেলে আবেদিনকে (২২) আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, কুরবান রবিবার দুপুরে নদীর পাড়ে বসে ছিলেন। এসময় আবেদিন তার কাছে সিগারেট চান। সিগারেট না দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে বাঁশ দিয়ে পিটিয়ে কুরবারকে হত্যা করা হয়।
নিহতের চাচাতো ভাই মোহাম্মদ হোসাইন বলেন, গ্রামের কয়েকজন বাসিন্দা বাড়িতে এসে নদীপাড়ে ভাইয়ের দেহ পড়ে থাকার বিষয়টি জানান। আমি সেখানে গিয়ে ভাইয়ের নিথর দেহ দেখতে পাই। ঘটনার পর আবেদিন ও তার তিন ভাই আশিক, আলাদিন, আকিবল আমাদের বাড়িতে এসে হুমকি দেন। এসময় গ্রামের কয়েকজন তাদের আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের ধরে থানায় নিয়ে যায়।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের ময়না তদন্ত হবে। প্রধান অভিযুক্তকে আকট করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।