মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
No menu items!
Call for ad
Homeসিলেটশহীদের রক্ত বৃথা যেতে দেবনা: জি কে গউছ

শহীদের রক্ত বৃথা যেতে দেবনা: জি কে গউছ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত লাখাই উপজেলায় ৩ জন শহীদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা প্রদান করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ। 

শনিবার দুপুরে প্রত্যেক শহীদের বাড়িতে গিয়ে তিনি এই টাকা তুলে দেন।

এ সময় জি কে গউছ বলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা নিজের জীবন দিয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে আওয়ামীলীগের দুঃশাসন থেকে মুক্ত করে দিয়ে গেছেন। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ হয়েছেন। তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। 

তিনি বলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন, আহত হয়েছেন তাদের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন। বিএনপি নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়িয়েছেন। যে কোনো প্রয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পাশে থাকবে বিএনপি।

জি কে গউছ বলেন- ১৭টি বছর আওয়ামীলীগের লোকজন বাংলাদেশের মানুষের প্রতি জুলুম করেছে, নির্যাতন নিপীড়ন করেছে, মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। তাদের নেত্রী স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামীলীগের লোকজন আমাদের সমাজেই ঘাপটি মেরে বসে আছে। তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। তারা সুযোগ পেলেই আবারও ছোঁবল দেয়ার চেষ্টা করবে। দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। তাই জনগণের জানমাল রক্ষায় বিএনপির নেতাকর্মীদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, তাজুল ইসলাম মোল্লা, হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, লাখাই উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব মাহবুব আলম মালু প্রমুখ।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত