লন্ডন : গ্রীন পার্টির লন্ডন এসেম্বলি মেম্বার শন ব্যারি পদত্যাগ করেছেন। তার জায়গায় দলের লণ্ডন মেয়র প্রার্থী জিও গারবেট স্বয়ংক্রিয়ভাবে স্থলাভিষিক্ত হবেন। এ পদের জন্যে আর ভোটাভোটি লাগবে না। ভোটারদের নিশ্চয় মনে আছে, ভোট কেন্দ্রে মেয়র প্রার্থী এবং এসেম্বলি মেম্বার প্রার্থী ছাড়াও আলাদা আরো একটি ব্যালিটে এসেম্বলি মেম্বারের পদে পুরো লন্ডনের জন্যে দলীয় প্রতীকে ভোট দিয়েছিলেন। এই ব্যালটে ১১ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে গ্রীন পার্টি। সেই ভোটের প্রাপ্ত হারে লন্ডন এসেম্বলিতে তিন জন সদস্য পেয়েছে গ্রীন পার্টি। এ কারণে শন ব্যারি চলে গেলেও বিনা ভোটে গ্রীন পার্টি যে কাউকে এই পদে বসাতে পারে। স্বয়ংক্রিয়ভাবে শন ব্যারির জায়গায় বিণা ভোটে স্থলাভিষিক্ত হচ্ছেন জিও গারবেট। হ্যাকনির কাউন্সিলর জিও গারবেট লণ্ডন মেয়র নির্বাচনে গ্রীন পার্টির প্রার্থী হিসেবে ১ লাখ ৪৫ হাজার ১শ ১৪ ভোটে চতুর্থ হন।
এদিকে শন ব্যারি লণ্ডন এসেম্বলি মেম্বারের পদ ছেড়ে ব্রাইটন প্যাভিলিয়নে দলীয় এমপি ক্যারোলাইন লোকাসের স্থলাভিষিক্ত হবেন। নর্থ লন্ডনের হাইগেইটের সাবেক কাউন্সিলর শন ব্যারি ২০১৬ সাল থেকে লন্ডন এসেম্বলি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরমধ্যে ২০০৮, ২০১৬ এবং ২০২১ সালে তিনি গ্রীন পার্টি থেবে লন্ডন মেয়র প্রার্থী হিসেবেও নির্বাচন করেছেন।
উল্লেখ্য এর আগেও স্বয়ংক্রিভাবে লন্ডন এসেম্বলি মেম্বার নির্বাচিত হয়েছেন। লেবার পার্টিতে সিনিয়র এমপি ডেভিড ল্যামি এবং ক্যামি বাডেনোচ এর আড়ে এসেম্বলি মেম্বার ছিলেন। তারা এসেম্বলি মেম্বার থেকে পদত্যাগ করার পর নির্বাচন ছাড়াই তাদের জায়গায় দলের অন্য প্রতিনিধিনরা স্বয়ংক্রিয়ভাবে স্থলাভিষিক্ত হয়েছিলেন।