রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হোসেন মোল্লার দাফন সম্পন্ন হয়েছে।আজ বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লতুয়ামুরা গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।বীর মুক্তিযোদ্ধা হোসেন মোল্লার দাফনের আগে স্থানীয় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মোল্লার পিতা বীর মুক্তিযোদ্ধা হোসেন মোল্লা বুধবার বিকেল পৌনে ৬টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। তিনি কিডনীজনিত অসুস্থতায় সিএমএইচ এ চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।বীর মুক্তিযোদ্ধা হোসেন মোল্লার মৃত্যুতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বীর মুক্তিযোদ্ধা হোসেন মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
0
36
Previous article
Next article
এইরকম আরও