বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeআন্তর্জাতিকবতসোয়ানায় মিলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা 

বতসোয়ানায় মিলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা 

আফ্রিকার অন্যতম ধনী দেশ বতসোয়ানায় একটি হীরা আবিষ্কার করা হয়েছে, যা এখন পর্যন্ত পাওয়া দ্বিতীয় বৃহত্তম হীরা।  

বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে, কানাডীয় প্রতিষ্ঠান লুকারা ডায়মন্ডের মালিকানাধীন একটি খনি থেকে হীরাটি পাওয়া গেছে।

বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে কারোই খনিতে হীরাটি পাওয়া গেছে। দেশটির সরকার জানিয়েছে, এটি তাদের আবিষ্কৃত সবচেয়ে বড় হীরা। এটি মোটামুটি দুই হাজার ৪৯২ ক্যারেটের একটি অমূল্য পাথর।  

এর আগে তাদের সবচেয়ে বড় আবিষ্কার ছিল এক হাজার ৭৫৮ ক্যারেটের একটি পাথর, যা ২০১৯ সালে একই খনিতে পাওয়া গিয়েছিল।

বতসোয়ানা বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদনকারী দেশগুলোর একটি। বিশ্বব্যাপী হীরা উৎপাদনের প্রায় ২০ শতাংশ এই দেশে হয়ে থাকে।
একটি বিবৃতিতে লুকারা জানিয়েছে, পাথরটি ‘এখন পর্যন্ত পাওয়া বৃহত্তম হীরাগুলোর মধ্যে একটি’।  

লুকারার প্রধান উইলিয়াম ল্যাম্ব বলেছেন, ‘এই অসাধারণ দুই হাজার ৪৯২ ক্যারেটের হীরাটি আবিষ্কার করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ’ 

এদিকে পাথরটির রত্নমান বা তার মূল্যের বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।  

১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া তিন হাজার ১০৬ ক্যারেটের কুলিনান হীরার পর সবচেয়ে বড় আবিষ্কার এটি।

কুলিনান হীরাকে কেটে নয়টি পৃথক পাথরে রূপান্তরিত করা হয়েছিল, যার কয়েকটি ব্রিটিশ ক্রাউন জুয়েলসে রয়েছে।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত