এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে বড় জয় পেয়েছে আল নাসর। আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলিকে ৪-০ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।সৌদি প্রো লিগে টানা দুই ম্যাচ হেরে আগে থেকেই চাপে ছিল আল নাসর। তবে এই ম্যাচে শুরুতে এগিয়ে যায় রোনালদোরা। খেলার ১১ মিনিটে ব্রজোভিচের কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিসকা।৭ মিনিটের মধ্যে গোলটি শোধ দেয় আরব আমিরাতের ক্লাব। দলের হয়ে গোল করেন ইয়াহিয়া আল-ঘাসানি।১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।বিরতি থেকে ফিরেই আচমকা এক গোলে লিড নেয় শাবাব আল আহলি। আমিরাতের ক্লাবটিকে এগিয়ে দেন আল ঘাসানি। ৮৭ মিনিটে পর্যন্ত পিছিয়েই থাকে সৌদি লিগের দলটি। তবে ৮৮ মিনিটে সুলতান আল ঘানামের গোলে ম্যাচে সমতায় ফেরে আল নাসর। সমতায় ফেরার পর যোগকরা সময়ে আরও দুটি গোল পায় আল নাসর। তালিসকার গোলে এগিয়ে যাবার পর ম্যাচের শেষ মুহূর্তে রোনালদোর সহায়তায় গোল করে ব্যবধান আরও বাড়ান ব্রজোভিচ।এ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বের টিকেট পেল সৌদির দলটি।
বড় জয় পেয়েছে রোনালদোর দল আল নাসর
0
33
Previous article
Next article
এইরকম আরও